শৌর্ষ চক্র
☰Fullscreen
শৌর্ষ চক্র
শত্রুর সঙ্গে সরাসরি যুদ্ধে না থেকেও কোনো সাহসী ও নির্ভীক কাজে এগিয়ে যাওয়া বা আত্মবলিদান দেওয়ার জন্য এই সামরিক সম্মান দেওয়া হয়। এই পুরস্কার সামরিক ও অসামরিক উভয় কর্মীরাই পাওয়ার যোগ্য এবং মরণোত্তর পুরস্কার হিসাবেও দেওয়া হতে পারে।
এই পুরস্কার শান্তির সময়ে বীর চক্র পুরস্কারের সমতুল্য। বিদ্রোহ দমন বা শান্তির সময় শত্রুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। শান্তির সময় সাহসিকতার পুরস্কার হিসাবে এর স্থান তৃতীয় অর্থাৎ অশোক চক্র ও কীর্তি চক্রের পরে এবং সেনা পদকের আগে।
No Questions Data Available.
No Program Data.