Login and Register ×
Check your Email for the OTP
হযরত মুহাম্মদ (সা)-এর বাল্য জীবন ছিল তাঁর পরবর্তী জীবনের ভিত্তি। এই আর্টিকেলে নবীর শৈশব, পারিবারিক প্রভাব, এবং শিক্ষা জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এ ব্যাপারে সকলেরই ঐক্যমত রয়েছে যে আদনান হলো হযরত ইসমাইল আঃ এর প্রকৃত সন্তান এবং আদনানের বংশে রাসূল সাঃ জন্মগ্রহণ করেন।
অধিকাংশ ওলামায়ে কেরামের মতে রাসূল সাঃ এর জন্মের চতুর্থ বছর তার প্রথম বক্ষ বিদারণ করা হয়।
মাতা আমিনা মক্কা ও মদিনার মাঝামাঝি স্থান আবওয়া নামক স্থানে ইন্তেকাল করেন।