প্রতিযোগিতার জন্য তিনটি রচনা নির্ধারণ করা হয়েছে।
১. ইবনু আবিদ দুনিয়া রচিত শয়তানের চক্রান্ত নামে অনূদিত বইটির ১১, ১২ ও ১৩ তম অধ্যায় অর্থাৎ সমকামিতা সংশ্লিষ্ট আলোচনা। (১১৫ – ১২৫ পৃ.)
বইটি মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিত।
২. পাকিস্তানের দারুল উলুম করাচির দারুত তাসনীফের সদস্য মুফতী ফিদাউল্লাহ রচিত ফিকহ ও চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার।
বইটি উমেদ প্রকাশনী থেকে প্রকাশিত।
৩. আসিফ আদনান রচিত বাংলাদেশে এলজিবিটি এজেন্ডার নেপথ্যে কারা? – এই পিডিএফ রচনাটি থেকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এই তিনটি পিডিএফ সংযুক্ত আকারে আমাদের আর্টিকেল সেকশনে লিংক দেওয়া আছে, পিডিএফ এর পৃষ্ঠা নাম্বার রেফারেন্স হিসাবে আমাদের কোশ্চেন এর মধ্যে দেওয়া আছে।
👉 বই প্রত্যেকে নিজ দায়িত্বে সংগ্রহ করে নেবেন।
Download PDF