ফেরেশতা

প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান > ঈমান ও আক্বীদা

ফেরেশতা হলো ইসলাম অনুযায়ী আল্লাহর সৃষ্টি যারা নূর থেকে তৈরি হয়েছেন এবং আল্লাহর আদেশ পালন করেন। তারা মানুষের মতো কোনো বাস্তব শরীর না থাকায় আকৃতি পরিবর্তন করতে পারেন এবং যে কোনো স্থানে গমনাগমন করতে পারেন। তারা আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করেন এবং মানুষের সাথে যোগাযোগ করেন। তারা আল্লাহর দূত হিসেবে কাজ করেন এবং মানুষের কাছে আল্লাহর বাণী ও বার্তা পৌঁছে দেন। কুরআনে ফেরেশতাদের বিভিন্ন নাম ও কার্যাবলী উল্লেখ করা হয়েছে। যেমন, জিবরীল, মীকাঈল, ইসরাফিল, আযরাইল, মালিক, মুনকর, নাকীর, রিদওয়ান, মালেকাইন, হারুত, মারুত, কিরামান কাতিবীন ইত্যাদি।