জা'ফর তায়্যার:
জা'ফর (রা) সম্পর্কে তিনি বলেন, আল্লাহ তা'আলা তার দুই বাহুর বিনিময়ে তাকে দুটো পাখা দান করেছেন যার সাহায্যে সে বেহেশতের যেখানে খুশি উড়ে বেড়ায় ।এজন্য তাঁর উপাধি হয় জা'ফর তায়্যার (উড্ডয়নরত জা'ফর) ও যু’ল-জানাহায়ন (দুই বাহু বা ডানাবিশিষ্ট) ।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - "মূতার যুদ্ধ " নামক অধ্যায় থেকে]