
স্টোরেজ মিডিয়া (Storage Media)
সব মানুষের স্মৃতি শক্তি আছে। স্মৃতি শক্তির জন্যই মানুষ পুরনো দিনের অনেক কিছুই মনে রাখতে পারে। মানুষের স্মৃতিতে কোনো কোনো ঘটনা থাকে ক্ষণিকের জন্য আবার কোনো কোনো ঘটনা থাকে স্থায়ীভাবে অর্থাৎ মরণের আগে পর্যন্ত। তেমনি কম্পিউটারে ডেটা, তথ্য ও প্রোগ্রাম ইত্যাদি স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইসকে কম্পিউটার মেমোরি বা স্মৃতি বলে। মেমোরি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ডেটা ও তথ্যকে প্রক্রিয়াকরণের পূর্বে ও পরে সংরক্ষণ করে। কম্পিউটারের মেমোরি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সেল নিয়ে গঠিত। সেলগুলোকে শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হলো মেমোরি অ্যাড্রেস। প্রক্রিয়াকরণের কাজ দ্রুত করার জন্য ইন্টারনাল মেমোরি ব্যবহৃত হয়। কিন্তু তথ্যসমূহ অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য প্রাইমারি মেমোরি এবং স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক মেমোরি ব্যবহৃত হয়।
