টেস্ট কুইজ - ৮

প্রচলিত ভুল বিষয়ে প্রতিযোগিতা টেস্ট কুইজ

প্রচলিত ভুল বিষয়ে প্রতিযোগিতার প্রস্তুতির জন্য এই কুইজগুলো প্রস্তুত করা হয়েছে। আমরা আশা করছি প্রত্যেক প্রতিযোগী এই কুইজগুলো পূর্ণ করবেন। এর ফলে আপনার প্রতিযোগিতার প্রস্তুতি সম্পন্ন করা সহজ হবে ইনশাআল্লাহ।

 
টেস্ট কুইজ সংশ্লিষ্ট নির্দেশনা 
  • মোট নম্বর ১০০। ১০ টি করে প্রশ্ন দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। 
  • আপনার কাছে যদি মনে হয় আপনি সবগুলো উত্তর সঠিকভাবে দিতে পারবেন না তবুও আপনি এটি পূরণ করুন। কারণ কুইজ সাবমিট করার পর আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন এবং কোনগুলো ভুল হল সবগুলো ভালোভাবে দেখতে পারবেন। 
  • উত্তর সাবমিট করার পর view score অপশনে ক্লিক করলে আপনি মোট কত নম্বর পেয়েছেন সেটা দেখতে পারবেন এবং কোন উত্তরগুলো ভুল হয়েছে সেগুলো দেখতে পারবেন। পাশাপাশি সঠিক উত্তরটিও দেখতে পারবেন। 
  • কুইজ সাবমিট করার পর স্কোর এর স্ক্রিনশট নিয়ে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিবেন। যাতে অন্যরা আপনার উত্তর সম্পর্কে জানতে পারে।
  • আপনি প্রথমবার চেষ্টা করার পর পূর্ণ নাম্বার না পেলে আবার চেষ্টা করুন। এভাবে যতক্ষণ না পূর্ণ নাম্বার পান ততক্ষণ পর্যন্ত চেষ্টা করুন এবং পূর্ণ নাম্বারের স্ক্রিনশট টেলিগ্রাম গ্রুপে দিন।
  • কিতাব : প্রচলিত ভুল -২
  • টেষ্ট কুইজ-৮  এর প্রশ্নগুলো  ৩৭-৬০  পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ "আযানের আগে কি সুন্নত পড়া নিষেধ" নামক শিরোনাম  থেকে "বলার ভুল : আপনি আমার লক্ষী"   নামক শিরোনাম পর্যন্ত এর মধ্য থেকে  করা হয়েছে। 
  • টেষ্ট কুইজ-৯  এর প্রশ্নগুলো  ৬০ - ৯০ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ "বলার ভুল : আপনি আমার লক্ষী"   নামক শিরোনাম "একটি বানোয়াট কিসসা" নামক শিরোনাম  পর্যন্ত এর মধ্য থেকে  করা হবে ইনশাআল্লাহ। 
Start টেস্ট কুইজ - ৮ - Quiz