- Aসরোজিনী নাইডু
- Bরবীন্দ্রনাথ ঠাকুর
- Cবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- Dবাল গঙ্গাধর তিলক
Correct Option: C
Correct Answer: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Correct Answer: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ভারতের জাতীয় গান হল বন্দে মাতরম।
- এটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- 24শে জানুয়ারী, 1950-এ, ভারতের গণপরিষদ বন্দে মাতরমকে ভারতের জাতীয় গান হিসাবে গ্রহণ করে।
- বন্দে মাতরম বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আনন্দ মঠের অংশ, যা 1882 সালে প্রকাশিত সন্ন্যাসী বিদ্রোহের ঘটনা বর্ণনা করে।
- জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।