ক্বাহত্বানী আরবরা ইয়ামনের অধিবাসী ছিলেন এবং এরা ইয়া‘রাব বিন ইয়াশজাব বিন ক্বাহত্বানের বংশধর ছিলেন। ক্বাহত্বানী আরবরা নিজেদের "আল আরাবুল আরিবা" বা মূল আরব হিসেবে পরিচিত করত। তাদের বংশ পরিচয় ক্বাহত্বান থেকে শুরু হয়ে ইয়ামনের দিকে বিস্তৃত হয়েছিল। আরবদের ইতিহাসে ক্বাহত্বানী বংশ অন্যতম প্রধান এবং পুরোনো আরব বংশ হিসেবে স্বীকৃত। তারা ইয়ামনে বসবাস করত এবং তাদের মধ্যে বেশ কয়েকটি প্রভাবশালী গোত্রের উৎপত্তি হয়েছিল।