কবি ও কাব্যচর্চা: ইসলামীয় ধারা Questions and Answers

Read tutorials from কবি ও কাব্যচর্চা: ইসলামীয় ধারা


Question List:



Long Question Share

উত্তর ১ । দৌলত কাজী রচিত কাব্যগ্রন্থটি হল- লোরচন্দ্রানী বা সতীময়না। গ্রন্থটি ১৬২১-১৬৩৮-খ্রিস্টাব্দের মধ্যে রচিত। ২। দৌলত কাজী রোসাঙরাজ শ্রীসুধর্মার সেনাপতি আশরফ খানের নির্দেশে ও পৃষ্ঠপোষকতায় কাব্যটি রচনা করেন।



Long Question Share

উত্তর ১ । আরাকান-রোসাঙ রাজসভার আনুকূল্যধন্য কবি দৌলত কাজীর রচনা হল সতীময়না। ২। আগে মিঞা সাধন নামক হিন্দি কবির 'ময়নাকো সত্' বা 'মেনা কো সত্' নামক একটি হিন্দি কাব্য অবলম্বনে তিনি এই কাব্য অনুবাদ করেন। আরাকান রাজের প্রধানমন্ত্রী সুলেমানের নির্দেশে সৈয়দ আলাওল 'সতীময়না'র অবশিষ্ট টা কাব্য সমাপ্ত করেন।