- Aকাজেম আল কোরেশী
- Bআবু নাসের কায়কোবাদ
- Cকায়কোবাদ ইসলাম
- Dআবুল হোসেন কায়কোবাদ
Answer : D
সমাধান: রবীন্দ্রনাথ ঠাকুর ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ / ইং- ৭ই মে ১৮৬১ খ্রিস্টাব্দে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কোলকাতায় জন্মগ্রহণ করেন।
উত্তর: B) 14ই মে, 1899
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ 1899 সালের 14ই মে। তিনি বর্ধমান জেলার চুঁচুড়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্রোহী কবি হিসাবে পরিচিত এবং বাংলা সাহিত্যে বিপ্লবী চেতনা ও নবজাগরণের প্রবক্তা হিসেবে বিবেচিত।
উত্তর: C) 5ই ফেব্রুয়ারি, 1899
ব্যাখ্যা: জীবনানন্দ দাশের জন্ম তারিখ 1899 সালের 5ই ফেব্রুয়ারি। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ মহকুমার একটি গ্রামে জন্মগ্রহণ করেন।
উত্তর: C) ২৫ জানুয়ারি, ১৮২৬
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত, বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, ১৮২৬ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যে রোম্যান্টিকতার প্রবর্তকদের মধ্যে অন্যতম। তিনি তার মহাকাব্য "মেঘনাদবধ কাব্য" এবং সনেটগুলোর জন্য বিখ্যাত।