- Aপাখি ও কেঁচো
- Bমানুষ ও গাছ
- Cটিকটিকি ও সাপ
- Dকোনটিই নয়
Answer: (ক) উটপাখির অনিষিক্ত ডিম
Explanation: উটপাখির অনিষিক্ত ডিম হলো বৃহত্তম একক কোশ। এটির ব্যাস প্রায় 15 সেন্টিমিটার এবং এর ওজন প্রায় 1.5 কিলোগ্রাম। উটপাখির ডিমের অনুপস্থিতির কারণে এটি একটি কোষ হিসাবে বিবেচিত হয়।
মানুষের মস্তিষ্কটি প্রায় 100 বিলিয়ন স্নায়ুকোষ নিয়ে গঠিত। নীল তিমির হৃদপিণ্ডটি প্রায় 1 টন ওজনের এবং এর আয়তন প্রায় 10 ঘনফুট। আফ্রিকান গুল্মগাধার গলাটি প্রায় 12 ফুট লম্বা।
মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক দা. বা. এর রচিত প্রচলিত ভুল (১ম খণ্ড) বইটির 147 নং পৃষ্ঠা। অন্য যে কোনো বইয়ের সাথে তথ্যগত বৈপরিত্য পাওয়া গেলে প্রচলিত ভুল বইটির তথ্যের আলোকেই চূড়ান্ত বিবেচিত হবে।