- Aআযানের পর থেকে
- Bওয়াক্ত হওয়ার পর থেকে
- Cজোহরের পর থেকে
- Dইশার পর থেকে
উত্তর: ওয়াক্ত হওয়ার পর থেকে
ব্যাখ্যা: যেসব ফরয নামাযের আগে দুই বা চার রাকাত সুন্নত পড়তে হয় সেসব সুন্নতের সময় শুরু হয় ওই ফরযের সময়ের শুরু থেকেই। তাই ফরযের ওয়াক্ত হওয়ার পর আযান না দেওয়া হলেও সুন্নত নামায আদায় করা যায়। অনেকে মসজিদে এসেও শুধু এই মনে করে বসে থাকেন যে, এখনো তো আযান হয়নি, নামায কীভাবে পড়ব? অথচ নামাযের ওয়াক্ত হওয়ার পর আযান না হলেও সুন্নত পড়তে কোনো অসুবিধা নেই।
উত্তর: গ) সুন্নত নামাজ পড়া
ব্যাখ্যা: ওয়াক্ত হলে আযান না হলেও সুন্নত নামাজ পড়া উচিত।
যেসব ফরয নামাযের আগে দুই বা চার রাকাত সুন্নত পড়তে হয় সেসব সুন্নতের সময় শুরু হয় ওই ফরযের সময়ের শুরু থেকেই। তাই ফরযের ওয়াক্ত হওয়ার পর আযান না দেওয়া হলেও সুন্নত নামায আদায় করা যায়। অনেকে মসজিদে এসেও শুধু এই মনে করে বসে থাকেন যে, এখনো তো আযান হয়নি, নামায কীভাবে পড়ব? অথচ নামাযের ওয়াক্ত হওয়ার পর আযান না হলেও সুন্নত পড়তে কোনো অসুবিধা নেই।
উত্তর: খ) ৪
ব্যাখ্যা: জোহরের নামাজের আগে ৪ রাকাত সুন্নত নামাজ পড়া যায়।
উত্তর: ক) ২
ব্যাখ্যা: তাহিয়্যাতুল মসজিদ দুই রাকাত নামাজ।
উত্তর: খ) জামাতের জন্য আহ্বান করা
ব্যাখ্যা: আযানের মূল উদ্দেশ্য হলো মুসলমানদেরকে একত্রিত হয়ে জামাতে নামাজ আদায়ের জন্য আহ্বান জানানো।
মোটকথা, ওয়াক্ত হয়ে যাওয়ার পর শুধু আযান হয়নি-এ অজুহাতে নফল কিংবা সুন্নত পড়া থেকে বিরত থাকা ঠিক নয়। আযানের সঙ্গে যুক্ত হচ্ছে ফরযের জামাত। এ জামাতের দিকে আহ্বান করার জন্যই আযান হল ওয়াজিব পর্যায়ের একটি সুন্নতে মুআক্কাদা আমল। সুতরাং সুন্নত বা নফলকে এর সঙ্গে যুক্ত মনে করা ঠিক নয়।
উত্তর: খ) নফল নামাজ পড়া/ সুন্নত নামাজ পড়া
ব্যাখ্যা: ওয়াক্ত হয়ে গেলেও আযান না হলে নফল নামাজ পড়া যায়। এমনকি সুন্নত নামাজও পড়া যায়।
উত্তর: ঘ) সবগুলো
ব্যাখ্যা: এমনিভাবে কোনো কোনো মহিলাকে দেখা যায়, তারা ঘরে আযানের অপেক্ষায় বসে থাকেন। যদিও তারা জানেন, নামাযের ওয়াক্ত হয়ে গেছে। এটিও ভুল প্রচলন। নারীদের নামাজের ওয়াক্ত সম্পর্কে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। যেমন, আযানের পরই নামাজ পড়তে হয়, ঘরে বসে আযানের অপেক্ষা করতে হয়, নামাজের জন্য মসজিদে যেতে হয় ইত্যাদি।
উত্তর: খ) ওয়াক্ত হওয়ার পর
ব্যাখ্যা: নারীদের নামাজের ওয়াক্ত আযানের সময় নয়, বরং ওয়াক্ত হওয়ার পরই শুরু হয়।
উত্তর: ক) হ্যাঁ
ব্যাখ্যা: নারীরা আযানের পর নামাজ পড়তে পারে। তবে, ওয়াক্ত হওয়ার পর দ্রুত নামাজ আদায় করা উচিত। এমনিভাবে কোনো কোনো মহিলাকে দেখা যায়, তারা ঘরে আযানের অপেক্ষায় বসে থাকেন। যদিও তারা জানেন, নামাযের ওয়াক্ত হয়ে গেছে। এটিও ভুল প্রচলন।
উত্তর: খ) না
ব্যাখ্যা: নারীদের নামাজের জন্য মসজিদে যেতে হবে না। তারা ঘরে বসেও নামাজ আদায় করতে পারে।