তাহারাত কুইজ প্রতিযোগিতা - Quiz

  • Aওজু করার পর যদি হাত-পায়ে কোথাও রংয়ের ফোটা দেখা যায় তবে রং সরিয়ে নতুন করে ওজু করতে হবে।
  • Bওজু করার পর যদি দেখা যায়, ভুলে কোনো একটি অঙ্গ ধোয়া হয় নি, তবে শুধু ঐ অঙ্গটি ধুয়ে নিলেই হবে। নতুন করে ওজু করতে হবে না।
  • Cনখের ভেতর সাধারণত যে ময়লা থাকে, তা না সরালে ওজু হবে না।
  • Dওজু করার পর যদি কপালের একটু শুকনো দেখা যায় তবে নতুন করে পুরো মুখ ধুতে হবে।
  • Aনতুন করে তাকে ওজু করতে হবে।
  • Bওজু হয়ে গেছে, তবে তা সুন্নত পরিপন্থী হয়েছে।
  • Cতার ওজু হয়নি।
  • Dনতুন করে আগে ডান হাত, এরপর বাম হাত ধুতে হবে।
  • Aকমোড ও ওজুর ট্যাপ যদি একই জায়গায় থাকে, তবে মুখে উচ্চারণ করে দুআ পড়া যাবে না, মনে মনে পড়া যাবে।
  • Bকমোড ও ওজুর ট্যাপ যদি একই জায়গায় থাকে, তবে মনে মনেও দুআ পড়া যাবে না।
  • Cওজুর ট্যাপ যদি কমোড থেকে দূরত্বে থাকে, তবে মুখে উচ্চারণ করে দুআ পড়া যাবে। ওজুর ট্যাপ যদি কমোড থেকে দূরত্বে থাকে তবে উচ্চারণ করে দুআ পড়া যাবে না, মনে মনে দুআ পড়তে হবে।
  • DBoth A and C.
  • Aব্যবহৃত পানি নাপাক। তা দিয়ে ওজু-গোসল করার সুযোগ নেই।
  • Bব্যবহৃত পানি পাক। তা খেতে কিংবা রান্নাবান্নায় ব্যবহার করাতে কোনো অসুবিধে নেই।
  • Cব্যবহৃত পানি পাক। তা দিয়ে ওজু-গোসল করায় কোনো অসুবিধে নেই।
  • Dব্যবহৃত পানি পাক। তা দিয়ে নাপাক কাপড় ধোয়া যাবে, তবে ওজু-গোসল করা যাবে না।
  • Aকরা যাবে না।
  • Bকরলে মাকরুহ হবে।
  • Cকরা যাবে।
  • Dঅন্য পানি দিয়ে ওজু করতে হবে। না পাওয়া গেলে তায়াম্মুম করতে হবে।
  • Aলজ্জাস্থান স্পর্শ করা।
  • Bরক্ত বমি করা।
  • Cনামাজে শব্দ করে হাসা।
  • Dকৃমি বের হওয়া।
  • Aমদপানের কারণে যার অধিকাংশ কথা অসংলগ্ন হয়।
  • Bমদপানের কারণে যার কিছু কিছু কথা অসংলগ্ন হয়।
  • Cমদপানের কারণে যে মাথা ঘুড়িয়ে পড়ে গেছে।
  • Dযার মুখ থেকে মদ বা এ জাতীয় কোনো কিছুর গন্ধ আসছে।
  • Aপা খুলে গোসল করবে এবং কৃত্রিম পাও ধুয়ে নিবে।
  • Bউপরের যে কোনোটিই করতে পারে।
  • Cসংযোজিত পা না খুলে গোসল করবে।
  • Dসংযোজিত পা খুলে গোসল করবে।
  • Aঅধিক পরিমাণে পানি ঢালতে হবে, যেন কাপড়ের নাপাকি দূর হয়ে যায়।
  • Bঅন্য কোনো পবিত্র কাপড় পরে আবার গোসল করতে হবে।
  • Cআগে নাপাকি দূর করা তেমন জরুরি কোনো নিয়ম নয়। তাই তা মেনে শরীরে পানি ঢাললে স্বাভাবিক গোসল শেষ করে নিলেই হবে।
  • Dউপরের কোনোটিই সঠিক নয়।
  • Aওয়াজিব।
  • Bজরুরি নয়।
  • Cফরজ।
  • Dসুন্নত।