- Aএকটি ঝর্ণার নাম
- Bএকটি কুপের নাম
- Cএকটি পাহাড়ের নাম
- Dএকটি গুহার নাম
ইয়াহুদীরা মদীনার বিভিন্ন বস্তি ও মহল্লায় থাকত যা তাদেরই জন্য নির্দিষ্ট ছিল। বনূ কায়নুকাকে যখন বনী নাদীর ও বনূ কুরায়জা মদীনার পার্শ্ববর্তী এলাকা থেকে তাড়িয়ে দেয় তখন তারা শহরের ভেতর একটি বিশেষ মহল্লায় বসবাস করতে থাকে । বনূ নাদীর মদীনা থেকে দু'তিন মাইল দূরে বুতহান উপত্যকার চড়াইয়ে থাকত যা ছিল খেজুর ও ক্ষেত-খামারে পূর্ণ। বনূ কুরায়জা মদীনার দক্ষিণে কয়েক মাইল দূরে অবস্থিত মাহযুর এলাকায় বসবাস করত।
নবুয়তের ১৩ তম বছর মোতাবেক ৬২২ সালের জুন মাসের হজ্জের মৌসুমে আক্বাবার দ্বিতীয় বাইয়াত অনুষ্ঠিত হয় ।
[তথ্যসূত্র: আর-রাহীকুল মাখতূম বা মোহরাঙ্কিত জান্নাতী সুধা - শাইখুল হাদীস আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) -অনুবাদ - আব্দুল খালেক রহমানী, মুয়ীনুদ্দীন আহমাদ - পৃষ্ঠা নম্বর: 295]
বদর
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: ]
মাওলানা আবুল হাসান আলী নদবী রহ. রচিত নবীয়ে রহমত বইটির 180 নং পৃষ্ঠা। অন্য যে কোনো বইয়ের সাথে তথ্যগত বৈপরিত্য পাওয়া গেলে নবীয়ে রহমত বইটির তথ্যের আলোকেই চূড়ান্ত বিবেচিত হবে। কারণ আমরা এই বই থেকে কুইজ তৈরি করেছি।
You have unsaved changes or are in the middle of a quiz. If you leave, your progress might be lost. Select option for all questions.