আবু বকর (রা) কিসে পারদর্শী ছিলেন?
Answer:
হযরত আবু বকর (রা)-এর স্বভাব-চরিত্র ছিল সমাজের আর সবার চেয়ে আলাদা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্য রকম মানুষ। তাঁর মধ্যে ছিল প্রচণ্ড অধ্যবসায়ী মনোভাব। লেখাপড়া শেখার জন্য তিনি প্রবল আগ্রহী ছিলেন। এ আগ্রহের কারণে তাঁর পক্ষে প্রচুর জ্ঞান অর্জন করা সম্ভব হয়েছিল। কি সাহিত্য, কি কবিতা-কোনটাতেই তিনি পিছিয়ে ছিলেন না। আবু বকর (রা) তখনকার দিনে একজন বড় মাপের কবি ছিলেন। একজন সুবক্তা হিসেবেও তাঁর বেশ পরিচিতি ছিল। বংশ পরিচয় জ্ঞানে তখনকার আরবে আবু বকর (রা)-এর সমকক্ষ কেউ ছিল না।
পবিত্র কুরআনের জ্ঞানে আবু বকর (রা)-এর পাণ্ডিত্য ছিল অসাধারণ। কুরআনের প্রতিটি আয়াতের ব্যাখ্যা তিনি সহজে বলে দিতে পারতেন। তিনি হাদীস শাস্ত্রেও ছিলেন সমানভাবে পারদর্শী। নিজের চেষ্টা-সাধনা, অধ্যবসায় আর মহান আল্লাহতাআলার অশেষ কৃপায় তিনি বড় জ্ঞানী হতে পেরেছিলেন।
Related Articles:
This section is dedicated exclusively to Questions & Answers. For an in-depth exploration of সাহাবীদের জীবনী, click the links and dive deeper into this subject.
Join Our telegram group to ask Questions
Click below button to join our groups.