পদাবলীর চণ্ডীদাসে রাধার বৈশিষ্ট্য কী?
Short Answer
Views 8
Answer:
উত্তর চণ্ডীদাসের কাব্য রাধাময়। রাধার দ্বিধান্দোলিত সত্তার ব্যাকুলতায় স্থূলতার সমস্ত রং মুছে গিয়ে Mystic অনুভূতির সূক্ষ্মতা কবির তুলিতে উঠে আসে। রাধার মরমীয়া চরিত্র, প্রেমের কারণে আত্মনিবেদন, পরিবার- পরিজনের অরণ্যে একাকী নিরুপায় বন্দিত্ব জীবন অভিভূত করে। চণ্ডীদাসের রাধা রূপদর্শনে মুগ্ধা এবং বিস্মিতা কিন্তু তিনি কোনোভাবেই দু'অক্ষরজাত শ্যামনাম ত্যাগ করতে পারেন না; এতখানি তিনি আত্মতন্ময়ী সাধিকা।
Related Articles:
This section is dedicated exclusively to Questions & Answers. For an in-depth exploration of বাংলা সাহিত্য, click the links and dive deeper into this subject.
Join Our telegram group to ask Questions
Click below button to join our groups.