নবজাতকের দুগ্ধ পানের ক্ষেত্রে আরবদের কি রীতি ছিল এবং তা কেন?

Short Answer
Views 80

Answer:

উত্তর : আরবদের সম্ভ্রান্ত পরিবারের সাধারণ রীতি ছিল যে, দুধপানের ন্য তারা নবজাতক শিশুকে আশপাশের এলাকায় পাঠিয়ে দিতো। এতে গ্রামীণ নির্মল বায়ু ও পরিবেশে শিশুর স্বাস্থ্য ভালো হতো এবং বিশুদ্ধ আরবী ভাষাও সে শিখতে পারতো। এ কারণেই পল্লী এলাকার অধিকাংশ মহিলারা দুগ্ধপায়ী শিশুদেরকে আনার জন্য শহরে যেতো ।

This section is dedicated exclusively to Questions & Answers. For an in-depth exploration of প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান, click the links and dive deeper into this subject.

Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.