নিজেকে পরিবর্তন করবো কীভাবে?

Rumman Ansari   2024-01-06   Developer   youth society >   53 Share
  • ১. স্মার্টফোস থেকে একটা লম্বা বিরতি নিন।
  • ২. সালাত জামায়াতে আদায়ের চেষ্টা করুন।
  • ৩. বড় আর ছোট সবার সাথে মানবিক, দয়ালু, বিনয়ী হোন।
  • ৪. সবাইকে সালাম দিতে শিখুন। হোক তিনি রিকশাওয়ালা কিংবা আপনার বাসার ঝাড়ুদার।
  • ৫. টিভি দেখা অবশ্যই ছাড়তে হবে।
  • ৬. যেসকল বন্ধুরা গার্লফ্রেন্ড, মুভি, নাটক, গান কিংবা দুনিয়াবি বিষয়ে আলোচনা করে, তাদের সঙ্গ ছেড়ে,যারা বেশি আখিরাত মুখী এবং যাদের আড্ডাগুলো দাস-মুখরিত হয়,তাদের সঙ্গে মেশার চেষ্টা করুন।
  • ৭. রাগ কন্ট্রোল করুন।
  • ৮. সবকিছুর ওপরে দ্বীনকে প্রাধান্য দিন।
  • ৯. বাবা-মা, ভাই-বোন, আত্মীয়দের হক আদায় করুন। কোনোভাবেই বাবা-মা'কে কষ্ট দেওয়া যাবে না।
  • ১০. কুরআন তিলাওয়াত,যিকির আর দু'আ ভর্তি দিন পার করুন।

ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য আসবেই!