মাথা ব্যাথায় চাই বৌ এর ভালোবাসা, পড়ুন এক মজাদার জোকস্

Rumman Ansari   2018-06-03   Student   WhatsappStory > funny-jocks   2010 Share

কি ব্যাপার যদুবাবু, আজ চুপচাপ?

- হেই দুপুরথেকে মাথাটা ধইরা রইসে।

- বাম লাগিয়েছেন?

হ,বাম লাগাইছি,ওসুদও খাইছি,মাথা ধুইয়া দেখছি,নাকে জল টাইনা দেখছি।কিছুতেই কিছু হইতাছে না।

আমারও একবার এই রকম মাথা যন্ত্রনা হচ্ছিল। কিছুতেই কমে না। শেষে বউ এর কোলে মাথা রেখে শুলাম। বউ মিনিট পনেরো চুলে বিলি কেটে, শাড়ীর আঁচলের বাতাস দিতেই সব যন্ত্রনা ভোঁ ভোঁ উড়ে গেলো। - কন কি, তাই নাকি!?

তবে আর বলি কি মশাই। একেবারে ম্যাজিক।

বাঃ - তা কখন গ্যালে আপনার বউরে বাড়ীতে পাওয়া যাইব?