যানবাহনে আরোহণের আদব ও দু'আ

Rumman Ansari   2023-03-21   Developer   islam > Etiquette and dua for boarding a vehicle   702 Share

আদব কাকে বলে ?

সাধারণত ভদ্র উঠা-বসা, চলা-ফেরা ও কথা-বার্তার নিয়ম-নীতি এবং পদ্ধতিকে আদব বা শিষ্টাচার বলা হয়। এ আদব ভালও হতে পারে, আবার খারাপও হতে পারে ইসলাম যে আদব শিক্ষা দেয় তা সবই ভাল । এ ভাল আদবকেই বলা হয় ইসলামী আদব ।

আমরা ইসলামের উত্তম আদব শিখে উত্তম জীবন গড়বো, সমাজে শ্রেষ্ঠ মানুষ হব, সুনাগরিক হব এবং আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জন করব । আদব শিখার সাথে সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তা'আলার কাছে দু'আ করব । এজন্য আমরা কুরআন ও হাদীসের দু'আ শিখব ।

যানবাহনে আরোহণের আদব ও দু'আ

যানবাহনে ধীর-স্থিরভাবে বিসমিল্লাহ-হ বলে প্রথমে ডান পা উঠাবে, অতঃপর দু'আ পড়ব ।

যানবাহনে আরোহণের আদব ও দুআ
Figure: যানবাহনে আরোহণের আদব ও দুআ

سُبْحَانَ الَّذِي سَخَرَ لَنَا هُذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إلى ربنا لَمُنْقَلِبُونَ

উচ্চারণ : সুব্‌হা-নাল্লাযী সাখখারা লানা- হা-যা- ওয়ামা কুন্না লাহু মুক্বরিনীনা ওয়া ইন্না- ইলা- রব্বিনা- লামুন্ ক্বলিবুন ।

অর্থ : মহান আল্লাহ পাক-পবিত্র, যিনি আমাদের জন্য একে (বাহনকে) অনুগত করেছেন । আমরা এর ক্ষমতাসীন ছিলাম না । আর আমরা আমাদের প্রতিপালকের দিকেই ফিরে যাব ।