মুহাম্মাদ (সা:) এর জীবনে সময় ও ঘটনা সমূহের তালিকা

Rumman Ansari   Software Engineer   2024-10-13 01:15:43   363  Share
Subject Syllabus DetailsSubject Details 35 Questions
☰ TContent
☰Fullscreen

মুহাম্মাদ (সা:) এর জীবনে সময় ও ঘটনা সমূহের তালিকা

সময় তালিকা ঘটনা সমূহের তালিকা নাবী কারীম (ﷺ)-এর বয়স
১ বর্ষ
  • প্রচলিত ধারণা মতে, তিনি ৫৭০ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট বা আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ জন্মগ্রহণ করেন।
  • ৯ই রবিউল আওয়াল (ফীলের বছর) সোমবার দিবস রজনীর মহাসন্ধিক্ষণে সুবহে সাদেকের সময় জন্মলাভ করেন। ইংরেজী পঞ্জিকা মতে তারিখটি ছিল ৫৭১ খ্রীষ্টাব্দে ২০শে অথবা ২২শে এপ্রিল। [1][2]
  • সোমবার।
  • ফীলের বছর/হস্তীবর্ষের বছর।
  • এ বছরটি ছিল বাদশাহ নওশেরওয়ার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার চল্লি­শতম বছর।
২ বর্ষ --
৩ বর্ষ --
৪ বর্ষ
  • জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে শিশু মুহাম্মাদের সীনা চাক বা বক্ষ বিদারণের বিস্ময়কর ঘটনা ঘটে।
৫ বর্ষ --
৬ বর্ষ
  • রাসূলুল্লাহ (ﷺ) ছয় বছর বয়স পর্যন্ত মা হালীমাহর ঘরে বড় হন।
  • তাঁর বয়স ৬ বছর হলে মাতা ইন্তেকাল করেন।
৭ বর্ষ --
৮ বর্ষ
  • ৮ বছর বয়েসে দাদাকে (আবদুল মুত্তালিব) হারান।
  • দাদার ইনতিকালের পর তিনি চাচা আবূ তালিবের সঙ্গে থাকতে লাগলেন ।
৯ বর্ষ --
১০ বর্ষ -- ১০
১১ বর্ষ -- ১১
১২ বর্ষ
  • কথিত আছে যে, (এ বর্ণনা সূত্র কিছুটা সন্দেহযুক্ত) নাবী (ﷺ)-এর বয়স যখন বার বছর (ভিন্ন এক বর্ণনায় বার বছর দু’মাস দশদিন) (মতান্তরে নয় বছর) সেই সময়ে ব্যবসা উপলক্ষে চাচা আবূ ত্বালীবের সঙ্গে তিনি শাম দেশে (সিরিয়া) গমন করেন এবং সফরের এক পর্যায়ে বসরায় গিয়ে উপস্থিত হন। এখানে বাহীরা /বুহায়রা নামক একজন রাহেব (খৃস্টান সাধু-সন্ন্যাসী)-এর সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে।
১২
১৩ বর্ষ -- ১৩
১৪ বর্ষ
  • রাসূলুল্লাহ্ (সা)-র বয়স তখন চৌদ্দ কি পনেরো (মতান্তরে বিশ বছর)। কুরায়শ এবং তাঁদের মিত্র বনু কিনানাহ ও বিপক্ষে কায়স গোত্রের মধ্যে আল-ফিজার-এর যুদ্ধ শুরু হয়ে যায়। তিনি এই যুদ্ধ খুব কাছ থেকে দেখেন ।
১৪
১৫ বর্ষ -- ১৫
১৬ বর্ষ -- ১৬
১৭ বর্ষ
  • ১৭ বছর বয়সে (মতান্তরে কুড়ি বছর বয়সে ) হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেন ।
১৭
১৮ বর্ষ -- ১৮
১৯ বর্ষ -- ১৯
২০ বর্ষ -- ২০
২১ বর্ষ -- ২১
২২ বর্ষ -- ২২
২৩ বর্ষ -- ২৩
২৪ বর্ষ -- ২৪
২৫ বর্ষ
  • খাদীজাহ (রাঃ) এর সঙ্গে বিবাহ। বিবাহকালে রাসূল (ছাঃ)-এর বয়স ছিল ২৫ ও তাঁর বয়স ৪০; মৃত্যুসন- রামাযান ১০ম নববী বর্ষ; দাফন- মক্কার ‘হাজূনে’; মৃত্যুকালে বয়স ৬৫। রাসূল (ছাঃ)-এর সাথে তাঁর দাম্পত্যকাল- ২৪ বছর ৬ মাস বা প্রায় ২৫ বছর। তিনি বেঁচে থাকা অবধি রাসূল (ছাঃ) দ্বিতীয় বিয়ে করেননি।
২৫
২৬ বর্ষ -- ২৬
২৭ বর্ষ -- ২৭
২৮ বর্ষ -- ২৮
২৯ বর্ষ -- ২৯
৩০ বর্ষ
  • জয়নাব রাদিয়াল্লাহু তা'আলা আনহা জন্মগ্রহণ করেন (প্রথম কন্যা সন্তান)
৩০
৩১ বর্ষ -- ৩১
৩২ বর্ষ -- ৩২
৩৩ বর্ষ
  • দ্বিতীয় কন্যা সন্তান রুকাইয়া রাদিয়াল্লাহু তা'আলা আনহা জন্মগ্রহণ করেন
৩৩
৩৪ বর্ষ
  • তৃতীয় কন্যা সন্তান উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তা'আলা আনহা জন্মগ্রহণ করেন
৩৪
৩৫ বর্ষ
  • চতুর্থ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা জন্মগ্রহণ
  • কা'বার নবনির্মাণ: রাসূলুল্লাহ (সা)-এর বয়স তখন পঁয়ত্রিশ বছর । কুরায়শরা নতুনভাবে কা'বা শরীফ নির্মাণ করতে চাইল এবং এর ওপর ছাদ ঢালাইয়ের মনস্থ করল ।
৩৫
৩৬ বর্ষ -- ৩৬
৩৭ বর্ষ
  • ৩৭ বছর বয়স থেকে একাকিত্ব ও নির্জনতাপ্রিয়তা তাঁর নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল ।
৩৭
৩৮ বর্ষ -- ৩৮
৩৯ বর্ষ -- ৩৯
৪০ বর্ষ
  • রমাযান মাসে ২১ তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রে। খ্রীষ্টিয় হিসাব অনুযায়ী দিনটি ছিল ৬১০ খ্রীষ্টাব্দের ১০ই আগষ্ট। চান্দ্রমাসের হিসাব অনুযায়ী নাবী কারীম (ﷺ)-এর বয়স ছিল চল্লি­শ বছর ছয় মাস বার দিন এব সৌর হিসাব অনুযায়ী ছিল ৩৯ বছর ৩ মাস ২০ দিন।
৪০
১ নববী বর্ষ -- ৪১
২ নববী বর্ষ -- ৪২
৩ নববী বর্ষ -- ৪৩
৪ নববী বর্ষ -- ৪৪
৫ নববী বর্ষ
  • নবুয়তের পঞ্চম বছর রজব মাসের সাহাবায়ে কেরাম সর্বপ্রথম হাবশায় হিজরত করেন এই দলের মোট সদস্য ছিল বারো জন পুরুষ আর চারজন মহিলা ।
৪৫
৬ নববী বর্ষ
  • হযরত আমীরে হামযা রাঃ নবুওতের ষষ্ঠ বছরের শেষ দিকে ইসলাম গ্রহণ করেন। বিশুদ্ধ মতে মাসটি ছিল যিলহজ্জ মাস।
  • আমীরে হামযা রাঃ ইসলাম গ্রহণের তিনদিন পর ওমর ফারুক রাঃ ইসলাম গ্রহণ করেন।
৪৬
৭ নববী বর্ষ -- ৪৭
৮ নববী বর্ষ -- ৪৮
৯ নববী বর্ষ -- ৪৯
১০ নববী বর্ষ
  • রাসূল {সাঃ) এর চাচা আবু তালিব নবুয়তের দশম বছরে ইন্তেকাল করেন। (মৃত্যুসন- রামাযান ১০ম নববী বর্ষ)
  • রাসূল {সাঃ) এর স্ত্রী খাদীজাহ (রাঃ) নবুয়তের দশম বছরে ইন্তেকাল করেন।
  • রাসূল {সাঃ) সওদা বিনতে যাম‘আহকে (রাঃ) কে বিবাহ করেন, বিবাহ সন- শাওয়াল ১০ম নববী বর্ষ। রাসূল (ছাঃ)-এর বয়স ৫০, তাঁর বয়স ৫০, বিবাহ সন- শাওয়াল ১০ম নববী বর্ষ, মৃত্যুসন- ১৯ হি.; দাফন- মদীনা; বয়স ৭২। রাসূল {সাঃ)-এর সাথে দাম্পত্য জীবন- ১৪ বছর। রাসূল (ছাঃ)-এর মৃত্যুর পর স্ত্রীদের মধ্যে তিনিই প্রথম মৃত্যুবরণ করেন।
৫০
১১ নববী বর্ষ
  • নবুয়তের একাদশ তম বছরের শাওয়াল মাসে রাসূল সাঃ আয়েশা (রাঃ) কে বিবাহ করেন। বিবাহ সন- শাওয়াল ১১ নববী বর্ষ।
৫১
১২ নববী বর্ষ -- ৫২
১ হিজরী
  • রাসূলুল্লাহ ২৭শে সফর চতুর্দশ নবুওয়াত সাল মোতাবেক ১২/১৩ই সেপ্টেম্বর, ৬২২ খ্রিষ্টাব্দ মধ্যরাতের সামান্য কিছু সময় পর নিজ গৃহ থেকে বাহির হয়ে জান-মালের ব্যাপারে সর্বাধিক নির্ভরযোগ্য সঙ্গী আবূ বাকর (রাঃ)-এর গৃহে গমন করেছিলেন
  • হিজরতের প্রথম বছর শাওয়াল মাসে মনোনীত নয় বছর বয়সে উম্মুল মু’মিনীন আয়িশাহ (রাঃ) স্বামীগৃহে পদার্পণ করেন।
৫৩
২ হিজরী
  • ক্বিবলা পরিবর্তনের আদেশ
  • রামাযানের সিয়াম ফরয করা হয় (রোযা বা রোজা, সাউম বা সাওম, বা সিয়াম, বা ছিয়াম)
  • যাকাতুল ফিতর ফরয করা হয় (ফিতর বা ফাতুর, ফিৎর)
  • বদর যুদ্ধ: হিজরতের অনধিক ১৯ মাস পর ২য় হিজরীর ১৭ই রামাযান শুক্রবার সকালে (৬২৪ খৃ. ১১ই মার্চ) ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়।
৫৪
৩ হিজরী
  • হাফছাহ বিনতে ওমর (রাঃ) এর সঙ্গে বিবাহ। (রাসূল (ছাঃ)-এর বয়স ৫৫, তাঁর বয়স ২২, বিবাহ শা‘বান ৩ হিজরী; মৃত্যুসন-৪১হি.; দাফন- মদীনা; বয়স-৫৯। দাম্পত্য জীবন- ৮ বছর।)
  • যয়নব বিনতে খুযায়মা (রাঃ) এর সঙ্গে বিবাহ। (রাসূল (ছাঃ)-এর বয়স ৫৫; তাঁর বয়স প্রায় ৩০; বিবাহ সন ৩ হিজরী; মৃত্যুসন ৩ হি., বয়স ৩০; দাফন- মদীনা; দাম্পত্য জীবন ২ অথবা ৩ মাস।)
৫৫
৪ হিজরী
  • বনু নাযীর যুদ্ধ ৪র্থ হিজরীর রবীউল আউয়ালে মাসে সংঘটিত হয়।
  • উম্মে সালামাহ হিন্দ বিনতে আবু উমাইয়াহ (রাঃ) এর সঙ্গে বিবাহ। (রাসূল (ছাঃ)-এর বয়স ৫৬; তাঁর বয়স ২৬; বিবাহ সন ৪ হি.; মৃত্যুসন ৬০ হি.; দাফন- মদীনা; বয়স ৮০ বছর। দাম্পত্য জীবন- ৭ বছর। স্ত্রীদের মধ্যে তিনি সবশেষে মৃত্যুবরণ করেন।)
৫৬
৫ হিজরী
  • আহযাব যুদ্ধ পঞ্চম হিজরীর শাওয়াল মাসে সংঘটিত হয়।
  • পঞ্চম হিজরিতে যাকাত ফরজ হয়।
  • যয়নব বিনতে জাহশ (রাঃ) এর সঙ্গে বিবাহ। (রাসূল (ছাঃ)-এর বয়স ৫৭; তাঁর বয়স ৩৬; বিবাহ সন ৫হি. মৃত্যুসন ২০হি.; দাফন- মদীনা; বয়স ৫১ বছর। দাম্পত্য জীবন- ৬ বছর।)
  • জুওয়াইরিয়া বিনতুল হারেছ (রাঃ) এর সঙ্গে বিবাহ। (রাসূল (ছাঃ)-এর বয়স ৫৭; তাঁর বয়স ২০; বিবাহ শা‘বান ৫হি.; মৃত্যু সন ৫৬হি.; দাফন- মদীনা; বয়স ৭১। দাম্পত্য জীবন- ৬ বছর।)
৫৭
৬ হিজরী
  • বনী মুস্তালিক যুদ্ধ ৬ষ্ঠ হিজরীর শাবান মাসে সংঘটিত হয়।
  • হুদাইবিয়ার সন্ধি ষষ্ঠ হিজরীর যুল কা'দ মাসে সংঘটিত হয়৷
৫৮
৭ হিজরী ৫৯
৮ হিজরী
  • মূতার যুদ্ধ অষ্টম হিজরীতে সংঘটিত হয়।
  • মক্কা বিজয় (৮ম হিজরী রমযান)।
  • হুনাইন যুদ্ধ অষ্টম হিজরির শাওয়াল মাসে সংঘটিত হয়।
৬০
৯ হিজরী
  • তাবুক যুদ্ধ নবম হিজরির রজব মাসে সংঘটিত হয়।
  • নবম হিজরিতে হজ্জ ফরজ হয়।
৬১
১০ হিজরী
  • রাসুলুল্লাহ সাঃ সর্বপ্রথম দশম হিজরিতে হজ্জ আদায় করেন।
৬২
১১ হিজরী
  • ১১ হিজরীর পহেলা (১লা) রবিউল আউয়াল মাসে সোমবার দিন ইসলামের নবী মুহাম্মাদ মৃত্যুবরণ করেন।
  • রাসূল (ছাঃ)-এর জন্ম ও মৃত্যু দু’টিই সোমবারে হয়েছিল’।
  • আবু মিখনাফ ও কালবী ওফাতের তারিখ ২রা রবীউল আউয়াল বলেছেন। তবে এটি মক্কার চাঁদের হিসাবে হ’তে পারে। কেননা মক্কার চাঁদ মদীনার একদিন আগে ওঠে।
  • সে সময় নাবী কারীম (ﷺ)-এর বয়স হয়েছিল তেষট্টি বছর চার দিন।
৬৩

হিজরত

হিজরতের পর জিহাদের অনুমতি দেয়া হয়।

[1] মাহমুদ পাশা- তারীখে খুযরী ১ম খন্ড ৬২ পৃঃ। মুহাম্মাদ সুলায়মান মানসুরপুরী, রহমাতুল্লি­ল আলামীন ১ম খন্ড ৩৮-৩৯ পৃঃ। এপ্রিলের তারিখ সম্পর্কে মতভেদ হচ্ছে খ্রীষ্টীয় পঞ্জিকার গোলমালের ফল। [তথ্যসূত্র: আর-রাহীকুল মাখতূম]

[2]. ছহীহ হাদীছসমূহের বর্ণনা অনুযায়ী রাসূল (ছাঃ)-এর জন্ম সোমবারে হয়েছে। কোন তারিখ সেটা বলা নেই। অতএব সোমবার ঠিক রাখতে গেলে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে ৯ই রবীউল আউয়ালই সঠিক জন্ম তারিখ হয়, ১২ই রবীউল আউয়াল নয়, যা প্রসিদ্ধ আছে (সুলায়মান বিন সালমান মানছূরপুরী, (মৃ. ১৯৩০ খ্রিঃ) রহমাতুল্লিল ‘আলামীন (উর্দূ), দিল্লী : ১৯৮০ খ্রিঃ ১/৪০; আর-রাহীক্ব পৃঃ ৫৪; মা শা-‘আ ৫-৯ পৃঃ)। [তথ্যসূত্র: নবীদের কাহিনী - হযরত মুহাম্মাদ (সাঃ) - মাক্কী জীবন - ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ]


MCQ Available

There are 184 MCQs available for this topic.

184 MCQTake Quiz

No Program Data.

"ইসলামী প্রশ্নোত্তর কোর্সে আপনি ইসলামী ধর্মের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। এই অনলাইন কোর্সে আপনি কুরআন, হাদীস, ইসলামী ইতিহাস, ও আরও বিষয়ে বিস্তারিত জানতে পারেন।"


Stay Ahead of the Curve! Check out these trending topics and sharpen your skills.