ইতিহাসের ধারণা: দশম শ্রেণি
Table of Content:
শূন্যস্থান পূরণ কর-
১) প্রথম নাট্য চর্চার উদ্ভব হয় _______ দেশে। (উঃ গ্রীস)
২) গান্ধী টুপি পরতেন ________ । (উঃ মহাত্মা গান্ধীর অনুগামীরা)
৩) প্রথম ঐতিহাসিক _________ সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস রচনার উপর জোর দেন। (উঃ নীহাররঞ্জন রায়)
৪) মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক হলেন _______ । (উঃ ঋত্বিক ঘটক)
৫) রাজা হরিশচন্দ্র নামে প্রথম চলচ্চিত্র রূপায়ণ করেন _______ । (উঃ দাদাসাহেব ফালোকে)
৬) ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম হলো _______ । (উঃ নীলদর্পণ)
৭) খেলার রাজা নামে পরিচিত ______ । ( উঃ ক্রিকেট)
৮) সমাজের প্রান্তিক স্তরের মানুষের কথা উঠে এসেছে _______ দের ইতিহাস চর্চায়। (উঃ সাব অল্টার্ন)
৯) ফুড ইন হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা হলেন ________ । (উঃ রিয়াই টান্নাহিল)
১০) বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল ________। (উঃ মাসিক)
১১) প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হলো _______ । (উঃ সোমপ্রকাশ)
১২) কলকাতা নগরীর পত্তন ঘটে ________ । (উঃ ১৬৯০)
১৩) দা হিন্দু টেম্পল গ্রন্থটি রচনা করেন _______ । (উঃ জর্জ মিশেল)
১৪) ভারতীয় যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় আধুনিকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন _______ । (উঃ লর্ড ডালহৌসি)
১৫) ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় _________ । (উঃ ১৮৫৩)
১৬) গান্ধার শিল্পে ________ সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। (উঃ ভারতীয় রোমান গ্রীক)
১৭) বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয় _______ ।(উঃ প্রবাসীতে)
১৮) বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় ________ । (উঃ ১৮১৮)
১৯) প্রখ্যাত সংগীত শিল্পী মান্নাদে- র আত্মজীবনীর নাম হল ________ । (উঃ জীবনের জলসাঘরে)
২০) কলকাতায় ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয় ________ । (উঃ ১৮৮০)
২১) ভারতের পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় ________ শতকে। (উঃ উনবিংশ)
২২) ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ________ । (উঃ ১৯২৮)
২৩) মুঘল যুগের একজন বিখ্যাত সংগীতঙ্গ হলেন _______ । (উঃ তানসেন)
২৪) ভারতের প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় ______ । (উঃ কলকাতায়)
২৫) নতুন সামাজিক গোষ্ঠীর একজন ঐতিহাসিকের নাম হলো ______ । (উঃ জুরগেন কোকা)