ভূগোল জিকে প্রশ্ন উত্তর PDF
☰Fullscreen
Table of Content:
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভূগোল জিকে প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে ভূগোল বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
ভূগোল জিকে প্রশ্ন উত্তর
০১. কোরকু উপজাতিদের বাসস্থান কোন রাজ্যে ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
০২. পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি ?
উত্তরঃ সাহারা মরুভূমি।
০৩. গরমপানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ আসাম।
০৪. পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে কম ?
উত্তরঃ কলকাতা।
০৫. জাপভো কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তরঃ কোহিমা।
০৬. গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলা হয় ?
উত্তরঃ রণ।
০৭. চেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ড।
০৮. আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তরঃ সপ্তম।
০৯. পশ্চিমবঙ্গের দিয়ারা অঞ্চলটি কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ মালদহ।
১০. উগাড়ি উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।
১১. বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ উত্তর চব্বিশ পরগণা।
১২. নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তরঃ কালিম্পং।
১৩. কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় ?
উত্তরঃ তিস্তা নদীকে।
১৪. পূর্বঘাট পর্বতের অপর নাম কি ?
উত্তরঃ মলয়াদ্রি।
১৫. পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি ?
উত্তরঃ বুর্জ খলিফা।
১৬. আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উত্তরঃ ভ্যাটিকান সিটি।
১৭. কোন সালে আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয় ?
উত্তরঃ ২০১৪ সালে।
১৮. ফারাক্কা নদী বাঁধ কত সালে গড়ে উঠেছে ?
উত্তরঃ ১৯৭৫ সালে।
১৯. কাজী নজরুল ইসলাম বিমান বন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ অন্ডাল।
২০. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ সিদ্রাপং।
২১. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক ?
উত্তরঃ নাইট্রোজেন গ্যাস।
২২. কোন শহরকে “নীরব শহর” বলা হয় ?
উত্তরঃ রোমকে।
২৩. এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি ?
উত্তরঃ তৈগা।
২৪. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি ?
উত্তরঃ গ্রিনল্যান্ড।
২৫. ওড়িশা রাজ্যের রাজ্য পশুর নাম কি ?
উত্তরঃ সম্বর হরিণ।
২৬. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি ?
উত্তরঃ সুন্দরবন।
২৭. যমজ গ্রহ কাদের বলা হয় ?
উত্তরঃ পৃথিবী ও শুক্রকে।
২৮. কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উত্তরঃ আয়নোস্ফিয়ারে।
২৯. পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি ?
উত্তরঃ পামির মালভূমি।
৩০. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি ?
উত্তরঃ আন্দিজ।
৩১. পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহরের নাম কি ?
উত্তরঃ টোকিও।
৩২. ‘আমন ব্রিজ’ কোন দুটি দেশকে যুক্ত করেছে ?
উত্তরঃ ভারত-পাকিস্তান।
৩৩. সোনার ভেড়ার লোমের দেশ কাকে বলে ?
উত্তরঃ অস্ট্রেলিয়াকে।
৩৪. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে ?
উত্তরঃ আফ্রিকাকে।
৩৫. বাংলার দুঃখ কাকে বলে ?
উত্তরঃ দামোদর নদকে।
৩৬. ভারতের প্রবেশদ্বার কাকে বলে ?
উত্তরঃ মুম্বাই।
৩৭. নীলনদের দান কাকে বলে ?
উত্তরঃ মিশরকে।
৩৮. নিশীথ সূর্যের দেশ কাকে বলে ?
উত্তরঃ নরওয়েকে।
৩৯. হাজার হ্রদের দেশ কাকে বলে ?
উত্তরঃ ফিনল্যান্ড।
৪০. সোনালি চতুর্ভুজ দ্বারা কোন পথকে নির্দেশ করা হয় ?
উত্তরঃ সড়ক পথ।
৪১. কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয় ?
উত্তরঃ হাইগ্রোমিটার।
৪২. ভিল উপজাতি কোথায় বাস করে ?
উত্তরঃ মধ্য ভারতে।
৪৩. ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম কি ?
উত্তরঃ ডুরান্ড লাইন।
৪৪. ভারতের কোথায় থোরিয়াম পাওয়া যায় ?
উত্তরঃ কেরল উপকূলে।
৪৫. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ?
উত্তরঃ হায়দ্রাবাদ।
৪৬. সবুজ বিপ্লব কোন ক্ষেত্রকে বলা হয় ?
উত্তরঃ গম উৎপাদন।
৪৭. ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সবথেকে বেশি ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
৪৮. ভারতের সবথেকে পুরানো জাতীয় উদ্যান কোনটি ?
উত্তরঃ জিম করবেট ন্যাশনাল পার্ক।
৪৯. কর্দম প্রবাহ কোন অঞ্চলে অধিক সক্রিয় ?
উত্তরঃ আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলে।
৫০. বিশ্বের সবথেকে বিজ্ঞানসম্মত চিন্তার সমাজবিদ কে ?
উত্তরঃ কার্ল মার্ক্স।
৫০. বিশ্বের সবথেকে বিজ্ঞানসম্মত চিন্তার সমাজবিদ কে ?
উত্তরঃ কার্ল মার্ক্স।
৫১. কে সর্বপ্রথম প্রতিবিধানতলের কল্পনা করেন ?
উত্তরঃ লিওনার্দো-দ্য-ভিঞ্চি।
৫২. সবুজ গ্রহ কাকে বলা হয় ?
উত্তরঃ ইউরেনাসকে।
৫৩. হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল ?
উত্তরঃ ১৯৮৬ সালে।
৫৪. কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে ?
উত্তরঃ ৭৬ বছর।
৫৫. ভারতের প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে ?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।
৫৬. ভারতের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ কোনটি ?
উত্তরঃ লাক্ষাদ্বীপ।
৫৭. পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি ?
উত্তরঃ গ্রেট ব্যারিয়ার রিফ।
৫৮. বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কী ?
উত্তরঃ ট্রপোস্ফিয়ার।
৫৯. ভারতের প্রাচীনতম পর্বতের নাম কী ?
উত্তরঃ আরাবল্লী।
৬০. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী ?
উত্তরঃ সান্দাকফু।
৬১. ভারতের সর্ববৃহৎ তৈল শোধানাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ জামনগর।
৬২. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কী ?
উত্তরঃ হিরাকুঁদ।
৬৩. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে কম ?
উত্তরঃ হরিয়ানাতে ।
৬৪. ভারতের কৃষিভিত্তিক দ্বিতীয় বৃহত্তম শিল্প কি ?
উত্তরঃ চিনি শিল্প।
৬৫. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?
উত্তরঃ স্তূপ পর্বত।
৬৬. কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?
উত্তরঃ মরু মাটিতে।
৬৭. আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে ?
উত্তরঃ পশ্চিমবঙ্গে।
৬৮. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?
উত্তরঃ পলিমৃত্তিকা।
৬৯. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তরঃ আনাইমুদি।
৭০. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রে।
৭১. কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত ?
উত্তরঃ সিয়াচেন হিমবাহ।
৭২. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?
উত্তরঃ ডলফিন।
৭৩. জাপান সাগর ও পীত সাগের মধ্যে কোন দ্বীপের অবস্থান ?
উত্তরঃ কোরিয়া উপদ্বীপ।
৭৪. পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত ?
উত্তরঃ বাহরাইন দ্বীপ।
৭৫. এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
উত্তরঃ ইয়াংসিকিয়াং।
৭৬. এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?
উত্তরঃ সালউইন।
৭৭. ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ?
উত্তরঃ সানপো।
৭৮. কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ?
উত্তরঃ ভারত ও পাকিস্তান।
৭৯. সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?
উত্তরঃ আরব সাগরে।
৮০. গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ?
উত্তরঃ বঙ্গোপসাগরে।
৮১. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায় ?
উত্তরঃ মরু অঞ্চলে।
৮২. লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে ?
উত্তরঃ আফ্রিকা।
৮৩. এশিয়া মাইনর কাকে বলে ?
উত্তরঃ ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে।
৮৪. এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি ?
উত্তরঃ গোবি মরুভূমি।
৮৫. এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি ?
উত্তরঃ পশ্চিম সাইবেরিয়া।
৮৬. এশিয়া ও ইউরোপকে একত্রে কি বলে ?
উত্তরঃ ইউরেশিয়া।
৮৭. পৃথিবীর বৃহত্তম লবন হ্রদ কোনটি ?
উত্তরঃ কাস্পিয়ান সাগর।
৮৮. বাহরাইন কোথায় অবস্থিত ?
উত্তরঃ পারস্য উপসাগরে।
৮৯. ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
উত্তরঃ চীন।
৯০. জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তরঃ দ্বিতীয়।
৯১. কর্ণাটকের পূর্বের নাম কি ছিল ?
উত্তরঃ মহীশূর।
৯২. মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে ?
উত্তরঃ শ্রীলঙ্কা।
৯৩. যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তরঃ যমুনোত্রী।
৯৪. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ নক্রেক।
৯৫. কোন স্থানে গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে ?
উত্তরঃ হরিদ্বারে।
৯৬. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ গোদাবরী।
৯৭. ভারতে জলসেচ সবচেয়ে বেশী কীসের সাহায্যে হয় ?
উত্তরঃ খালের সাহায্যে।
৯৮. ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি ?
উত্তরঃ বোম্বে হাই।
৯৯. নেপালের অধিবাসীরা প্রধানত কোন ধর্মের ?
উত্তরঃ হিন্দু।
১০০. ভুটানের দীর্ঘতম নদীর নাম কী ?
উত্তরঃ মানস।
- Question 1: পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি?
- Question 2: উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে?
- Question 3: আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?
- Question 4: আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
- Question 5: "চ্যালেঞ্জার খাত" কোথায় অবস্থিত?
- Question 6: বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
- Question 7: উত্তর গোলার্ধের "মেরুজ্যোতি " কে কী বলে?
- Question 8: ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
- Question 9: বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়?
- Question 10: পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
- Question 11: পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
- Question 12: খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
- Question 13: অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
- Question 14: "কচ্ছ" শব্দের অর্থ কী?
- Question 15: "Sky River" নামে কোন নদী পরিচিত?
- Question 16: জম্মু কোন নদীর তীরে অবস্থিত?
- Question 17: ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত "মশানজোড়" বাঁধ কে "কানাডা বাঁধ" বলা হয় কেন?
- Question 18: অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
- Question 19: পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?
- Question 20: পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি?
- Question 21: 21. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি?
- Question 22: সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত?
- Question 23: 2011 সালের আদমসুমারী অনুযায়ী, ভারতের সবচেয়ে গরীব রাজ্য কোনটি?
- Question 24: Solar System এর আবিষ্কারক কে?
- Question 25: আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি?
- Question 26: পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
- Question 27: পূর্বঘাট পর্বতের অপর নাম কি?
- Question 28: বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে?
- Question 29: সূয়েজ ক্যানাল কোথায় অবস্থিত?
- Question 30: বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে?
- Question 31: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা – তিনটি মাত্রা, চতুর্থ মাত্রা কি ?
- Question 32: কসমিক ইয়ার (Cosmic Year) কি?
- Question 33: গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে?
- Question 34: ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল "Ecology is Permanent Economy"?
- Question 35: ওড়িশা রাজ্যের State Animal কোনটি?
- Question 36: 'আমন ব্রিজ 'কোন দুটি দেশকে যুক্ত করেছে?
- Question 37: পশ্চিমী ঝঞ্চার ফলে কোথায় বৃষ্টিপাত হয়?
- Question 38: ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত?
- Question 39: ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?