Understanding Exceptions in English Tenses: A Comprehensive Guide

Rumman Ansari   Software Engineer   2024-09-21 11:03:19   149  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

Table of Content:

অনেক সময় বাংলায় Present Continuous form হলেও ইংরেজিতে Present Indefinite Tense হয়। যেমন—

আমি ক্লান্ত বোধ করছি I feel tired. [I am feeling tired—হয় না। ]

Note: State Verb-এর Continuous Tense হয় না বলে Indefinite Tense হয়।


অনেক সময় অদূর ভবিষ্যৎসূচক ক্রিয়া থাকলে Future Indefinite OR Present Continuous হয়। যেমন—

সে আগামীকাল এখানে আসবে He will come here tomorrow. [Or] He is coming here tomorrow.
তুমি কি আগামীকাল কলকাতায় যাবে? Will you go to Kolkata tomorrow? [Or] Are you going to Kolkata tomorrow?

বাক্যে যদি অতীতের কোনো দিন বা তারিখের উল্লেখ থাকে তাহলে Present Perfect না হয়ে Past Indefinite Tense হয়। যেমন—

সে গতকাল বাড়ি গিয়েছে He went home yesterday. [He has gone home yesterday –হয় না ৷ ]
রবীন গত রবিবার এখানে এসেছে

Rabin came here on Sunday last.

[Rabin has come here on Sunday last— হয় না ৷ ]