resent Perfect Tense: পুরাঘটিত বর্তমান কাল

Rumman Ansari   Software Engineer   2024-07-28 01:26:53   375  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

Table of Content:

Present Perfect Tense: পুরাঘটিত বর্তমান কাল :

Present Perfect Tense is used when the work has been done just now but its effect lasts. [ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে বোঝালে Present Perfect Tense হয়।]

ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন-

এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

এতক্ষণ আমি অঙ্ক করেছি।

a. যে কাজটি এইমাত্র শেষ হয়েছে (To express an action just completed) বুঝানোর জন্য just শব্দ অবশ্যই থাকতে হবে।

English

Bangla

He has just returned home.

সদ্য বাড়ি ফিরেছেন তিনি।

They have just gone out.

ওরা সবে বেরিয়েছে।

b. সময়ের উল্লেখ নাই বা সময় নির্দিষ্ট নয় এমন কোন অতীত ঘটনাকে বর্ণনা করতে

English

Bangla

I have read the book but I have forgotten the most of it.

আমি বইটি পড়েছি কিন্তু তার অধিকাংশই ভুলে গেছি।

c. আগে থেকে আরম্ভ হয়ে বর্তমান মুহুর্ত পর্যন্ত চলেছে বুঝাতে

English

Bangla

We have lived here for twelve years.

আমরা এখানে বারো বছর বসবাস করেছি।

I have known him for a long time.

আমি তাকে অনেক দিন ধরে চিনি।

d. When, before, after, as soon as ইত্যাদির পরে Future Perfect Tense এর পরিবর্তে ব্যবহৃত হয়।

English

Bangla

I shall go there after I have finished (shall have finished) it.

আমি এটি শেষ করার পরে সেখানে যাব।

উদাহরণ - Example

উদাহরণগুলো বেশি বেশি করে পড়ে এবং বেশি বেশি করে লিখে অভ্যাস করতে হবে যাতে করে এগুলো সহজেই আমাদের মস্তিষ্কের মধ্যে সহজ ভাবে আটকে যায়।

আমি - I

Bangla

English

১. আমি শিখেছি।

I have learnt.

২. আমি কি শিখেছি?

Have I learnt?

৩. আমি শিখিনি।

I haven’t learnt.

৪. আমি কি শিখিনি?

Haven’t I learnt?

আমরা - We

Bangla

English

১. আমরা শিখেছি।

We have learnt.

২. আমরা কি শিখেছি?

Have we learnt?

৩. আমরা শিখিনি।

We haven’t learnt.

৪. আমরা কি শিখিনি?

Haven’t we learnt?

সে - He/She

Bangla

English

১. সে শিখেছে।

He has learnt.

২. সে কি শিখেছে?

Has he learnt?

৩. সে শিখেনি।

He hasn’t learnt.

৪. সে কি শিখেনি?

Hasn’t he learnt?

আরো উদাহরণ

Bangla

English

আমি বাড়ির কাজ করেছি।

I have done the homework.

আমরা বাড়ির কাজ করেছি।

We have done the homework.

তুমি!তোমরা বাড়ির কাজ করেছ।

You have done the homework.

সে বাড়ির কাজ করেছে।

He has done the homework.

তারা বাড়ির কাজ করেছে।

They have done the homework.

আরো উদাহরণ

Bangla

English

ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে।

The train has left the station.

পুলিশ চোরটিকে গ্রেফতার করেছে।

Police have arrested the thief.

পরীক্ষার ফল বের হয়েছে।

The test results have come out.

আমি এই মাত্র (just) তোমার চিঠি পেয়েছি।

I have just received your letter.

আমার আব্বা আমাকে একটি সুন্দর জামা দিয়েছেন।

 My father has given me a beautiful dress.

সে আজ পড়া (learn) শিখে নাই।

He has not learned how to read.

আমি কখনও তার নাম শুনিনি।

I haven’t heard his name.

সে আজ আমাদের বাড়িতে আসে নাই।

He has not come to our house today.

তোমার আব্বা কি আজ ঢাকা গিয়েছেন?

Has your father gone to Dhaka today?

প্রধান শিক্ষক কি বেয়াদবির জন্য তোমাকে শাস্তি দেন নাই?

Hasn't the headmaster punished you for being rude?

সে কি আমাকে টাকা দিয়ে সাহায্য করে নাই?

Hasn't he helped me with money?

আমি কখনই জাহাজ চড়ি নাই।

I have never boarded a ship.

রোগীটি গতকাল মারা গেছে।

The patient has died yesterday.

সে কি বাইরে গেছে?

Has he gone out?

আসাদের ভাই ১৯৯৫ সালে বি. এ পাস করেছে।

Assad's brother has passed in 1995.

আমি ভাত খাইয়াছি ।

I have eaten rice.

আমি স্কুলে গিয়েছি ।

I have gone to school.

সে স্কুলে গিয়েছে।

He has gone to school.

আমি ভাত খাইনি ।

I have not eaten rice.

তারা/তাহারা কাজটি করিয়াছে।

They have done the work.

সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে।

He/she has studied for hours.

তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে।

They have just played football.

সে এইমাত্র ফুটবল খেলিয়াছে।

He has just played football.

আমি তার নাম ভুলে গেছি।

I’ve forgotten her name.

সে গাড়ি ধোয়নি।

He hasn't washed the car.

আমি আমার ফোন হারিয়েছি।

I’ve lost my phone.

তারা শেষ করেনি।

They haven't finished.

লিন্ডা কি তার ঘর গুছিয়ে রেখেছে?

Has Linda tidied her room?