resent Perfect Tense: পুরাঘটিত বর্তমান কাল
Table of Content:
Present Perfect Tense: পুরাঘটিত বর্তমান কাল :
Present Perfect Tense is used when the work has been done just now but its effect lasts. [ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে বোঝালে Present Perfect Tense হয়।]
ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন-
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
এতক্ষণ আমি অঙ্ক করেছি।
a. যে কাজটি এইমাত্র শেষ হয়েছে (To express an action just completed) বুঝানোর জন্য just শব্দ অবশ্যই থাকতে হবে।
English |
Bangla |
He has just returned home. |
সদ্য বাড়ি ফিরেছেন তিনি। |
They have just gone out. |
ওরা সবে বেরিয়েছে। |
b. সময়ের উল্লেখ নাই বা সময় নির্দিষ্ট নয় এমন কোন অতীত ঘটনাকে বর্ণনা করতে
English |
Bangla |
I have read the book but I have forgotten the most of it. |
আমি বইটি পড়েছি কিন্তু তার অধিকাংশই ভুলে গেছি। |
c. আগে থেকে আরম্ভ হয়ে বর্তমান মুহুর্ত পর্যন্ত চলেছে বুঝাতে
English |
Bangla |
We have lived here for twelve years. |
আমরা এখানে বারো বছর বসবাস করেছি। |
I have known him for a long time. |
আমি তাকে অনেক দিন ধরে চিনি। |
d. When, before, after, as soon as ইত্যাদির পরে Future Perfect Tense এর পরিবর্তে ব্যবহৃত হয়।
English |
Bangla |
I shall go there after I have finished (shall have finished) it. |
আমি এটি শেষ করার পরে সেখানে যাব। |
উদাহরণ - Example
উদাহরণগুলো বেশি বেশি করে পড়ে এবং বেশি বেশি করে লিখে অভ্যাস করতে হবে যাতে করে এগুলো সহজেই আমাদের মস্তিষ্কের মধ্যে সহজ ভাবে আটকে যায়।
আমি - I
Bangla |
English |
১. আমি শিখেছি। |
I have learnt. |
২. আমি কি শিখেছি? |
Have I learnt? |
৩. আমি শিখিনি। |
I haven’t learnt. |
৪. আমি কি শিখিনি? |
Haven’t I learnt? |
আমরা - We
Bangla |
English |
১. আমরা শিখেছি। |
We have learnt. |
২. আমরা কি শিখেছি? |
Have we learnt? |
৩. আমরা শিখিনি। |
We haven’t learnt. |
৪. আমরা কি শিখিনি? |
Haven’t we learnt? |
সে - He/She
Bangla |
English |
১. সে শিখেছে। |
He has learnt. |
২. সে কি শিখেছে? |
Has he learnt? |
৩. সে শিখেনি। |
He hasn’t learnt. |
৪. সে কি শিখেনি? |
Hasn’t he learnt? |
আরো উদাহরণ
Bangla |
English |
আমি বাড়ির কাজ করেছি। |
I have done the homework. |
আমরা বাড়ির কাজ করেছি। |
We have done the homework. |
তুমি!তোমরা বাড়ির কাজ করেছ। |
You have done the homework. |
সে বাড়ির কাজ করেছে। |
He has done the homework. |
তারা বাড়ির কাজ করেছে। |
They have done the homework. |
আরো উদাহরণ
Bangla |
English |
ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে। |
The train has left the station. |
পুলিশ চোরটিকে গ্রেফতার করেছে। |
Police have arrested the thief. |
পরীক্ষার ফল বের হয়েছে। |
The test results have come out. |
আমি এই মাত্র (just) তোমার চিঠি পেয়েছি। |
I have just received your letter. |
আমার আব্বা আমাকে একটি সুন্দর জামা দিয়েছেন। |
My father has given me a beautiful dress. |
সে আজ পড়া (learn) শিখে নাই। |
He has not learned how to read. |
আমি কখনও তার নাম শুনিনি। |
I haven’t heard his name. |
সে আজ আমাদের বাড়িতে আসে নাই। |
He has not come to our house today. |
তোমার আব্বা কি আজ ঢাকা গিয়েছেন? |
Has your father gone to Dhaka today? |
প্রধান শিক্ষক কি বেয়াদবির জন্য তোমাকে শাস্তি দেন নাই? |
Hasn't the headmaster punished you for being rude? |
সে কি আমাকে টাকা দিয়ে সাহায্য করে নাই? |
Hasn't he helped me with money? |
আমি কখনই জাহাজ চড়ি নাই। |
I have never boarded a ship. |
রোগীটি গতকাল মারা গেছে। |
The patient has died yesterday. |
সে কি বাইরে গেছে? |
Has he gone out? |
আসাদের ভাই ১৯৯৫ সালে বি. এ পাস করেছে। |
Assad's brother has passed in 1995. |
আমি ভাত খাইয়াছি । |
I have eaten rice. |
আমি স্কুলে গিয়েছি । |
I have gone to school. |
সে স্কুলে গিয়েছে। |
He has gone to school. |
আমি ভাত খাইনি । |
I have not eaten rice. |
তারা/তাহারা কাজটি করিয়াছে। |
They have done the work. |
সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে। |
He/she has studied for hours. |
তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে। |
They have just played football. |
সে এইমাত্র ফুটবল খেলিয়াছে। |
He has just played football. |
আমি তার নাম ভুলে গেছি। |
I’ve forgotten her name. |
সে গাড়ি ধোয়নি। |
He hasn't washed the car. |
আমি আমার ফোন হারিয়েছি। |
I’ve lost my phone. |
তারা শেষ করেনি। |
They haven't finished. |
লিন্ডা কি তার ঘর গুছিয়ে রেখেছে? |
Has Linda tidied her room? |